'এলন মাস্ক আজও এ দেশে স্বাগত। তবে চিনে গাড়ি তৈরি করে এ দেশে বিক্রি করা চলবে না।' আজতক অ্যাজেন্ডায় বললেন নিতিন গডকড়ি। পাশাপাশি তিনি আরও বলেন,'ভারতে পেট্রোল-ডিজেল আর লাগবে না। চাইছি আমদানি খরচ কমাতে। দেশের কৃষকরা গম, ধানের সঙ্গে প্রাকৃতিক জ্বালানির চাষও করবেন। ইথানল, হাইড্রোজোন গাড়ি চলবে।'
Agenda Aaj Tak 2022, Nitin Gadkari said he would welcome Elon Musk if cars are made in India.