scorecardresearch
 
Advertisement

Agenda Aaj Tak 2024: 'মহিলাদের টাকা দেওয়ার স্কিম এনেছিল আম আদমি পার্টিই', দাবি কেজরিওয়ালের

Agenda Aaj Tak 2024: 'মহিলাদের টাকা দেওয়ার স্কিম এনেছিল আম আদমি পার্টিই', দাবি কেজরিওয়ালের

'লাডলি বহেন যোজনা' আসল কারিগর আম আদমি পার্টি। শুক্রবার দিল্লিতে অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর মঞ্চে এই দাবি করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, 'এটা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। আমি জেলে যাওয়ার কারণে বাস্তবায়নে দেরি হয়েছে। দিল্লির বাজেটেই আমরা ২০০০ কোটি টাকা বরাদ্দ করেছিলাম।'

Advertisement