বছরের শেষ আসন্ন। শীত পড়ে গিয়েছে জাঁকিয়ে। উত্সব মুখর এই আবহে ফের সেজে উঠল অ্যাজেন্ডা আজতক-এর মঞ্চ। রাজধানী দিল্লির হোটেল মেরিডিয়ানে আজ অর্থাত্ শুক্রবার বিচার-বিশ্লেষণ-চর্চার মহামঞ্চ অ্যাজেন্ডা আজতক-এর আসর শুরু। শনিবার অর্থাত্ ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারও দেশ, বিদেশের তাবড় ব্যক্তিত্বরা মঞ্চ আলো করছেন। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি-- সব নিয়ে চর্চা। অ্যাজেন্ডা আজতক-এর সূচনা করলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর এগজিকিউটিভ এডিটর ইন চিফ ও ভাইস চেয়ারপার্সন কলি পুরী। স্বাগত ভাষণে কলি পুরী বললেন, 'সবাইকে অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর মঞ্চে স্বাগত। বিশেষ ভাবে স্বাগত আমাদের অতিথিদের। এই মঞ্চ হিন্দি জগতের মহামঞ্চ। এখানে আমরা সব দলের বিচার, মতামত একমঞ্চে আনার চেষ্টা করি।'