scorecardresearch
 
Advertisement

Amit Shah in Agenda AajTak 2024: ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচার পথ কী ? 'অ্যাজেন্ডা আজতক'- এর মঞ্চে জানালেন অমিত শাহ

Amit Shah in Agenda AajTak 2024: ডিজিটাল অ্যারেস্ট থেকে বাঁচার পথ কী ? 'অ্যাজেন্ডা আজতক'- এর মঞ্চে জানালেন অমিত শাহ

অ্যাজেন্ডা আজতকে (Agenda Aaj Tak 2024) শনিবার হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি খোলাখুলি প্রশ্নে উত্তর দেন। তিনি এদিন ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) নিয়েও দেশের জনতাকে সতর্ক করেন তিনি। পাশাপাশি অভয়ও দেন, সরকার যে জনতার পাশে আছে, তাও জানিয়ে দেন তিনি। অমিত শাহ বলেন, সতর্ক থাকাই সবচেয়ে ভাল। নানা রকম প্রতারণার খবর আসছে। সবাই সতর্ক থাকুন, কেউ ফাঁদে পা দেবেন না। তবু যদি অজান্তে বা কোনওভাবে প্রতারণার ঘটনা ঘটে, তাহলে টোল ফ্রি ১৯৩০ নম্বরে কল করে আপনার অভিযোগ জানান। আমি কথা দিচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সাড়া পাবেন।"

Advertisement