scorecardresearch
 
Advertisement

Amit Shah in Agenda AajTak 2024: শিক্ষকদের পড়ানোর চেয়ে ভোটের কাজে বেশি ব্যস্ত থাকতে হয়, 'এক দেশ এক নির্বাচন' নিয়ে মন্তব্য শাহর

Amit Shah in Agenda AajTak 2024: শিক্ষকদের পড়ানোর চেয়ে ভোটের কাজে বেশি ব্যস্ত থাকতে হয়, 'এক দেশ এক নির্বাচন' নিয়ে মন্তব্য শাহর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও 'এক দেশ এক নির্বাচন' নিয়ে কথা বলেছেন। শাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে এই বিল ফেডারেল কাঠামোকে দুর্বল করে। তিনি বলেন, ''এক দেশ, এক নির্বাচন' নতুন কিছু নয়। ১৯৫২ সালে সমস্ত নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫৭ সালে বিভিন্ন তারিখ সত্ত্বেও আটটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল, যাতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর তৃতীয়বারের মতোও এই প্রক্রিয়া গৃহীত হয়।' তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষকদের সারা বছর পড়ানোর চেয়ে ভোটের কাজে বেশি ব্যস্ত থাকতে হয়।

Advertisement