scorecardresearch
 
Advertisement

Bihu Musical Instruments: অসমের বিহু উৎসবের বাদ্যযন্ত্রের চাহিদা মেটাতে হিমসিম কারিগররা

Bihu Musical Instruments: অসমের বিহু উৎসবের বাদ্যযন্ত্রের চাহিদা মেটাতে হিমসিম কারিগররা

রাজ্যে ফসল কাটার উৎসব রোঙ্গালি বিহু বা বোহাগ বিহু উদযাপনে ব্যবহৃত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের চাহিদা মেটাতে অসম জুড়ে শিল্পী ও কারিগররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অসমীয়া নববর্ষের সূচনা উপলক্ষে উৎসবটি উদযাপিত হয়। উপেন ডেকা, পেশায় একজন বাইক মেকানিক, তার নিজের গ্যারেজ থেকে বাফেলো হর্ন, গোগোনা এবং টোকা দিয়ে তৈরি পেপার মতো যন্ত্র তৈরি করছেন। অসমের নলবাড়ি জেলার হরিভাঙ্গা গ্রামের বাসিন্দা, উপেনও একজন লোকসঙ্গীতশিল্পী এবং তিনি বিহু 'হুচারি' গ্রুপ ভাস্করজ্যোতি বিহু হুসারি দলের অংশ। 'হুচরি' হল বিহু উদযাপনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, এই সময়ে দলের সদস্যরা লোকগান গায়।

Advertisement