scorecardresearch
 
Advertisement

Asia Largest Naval: এশিয়ার বৃহত্তম নেভাল বেস থেকে চিন ও পাকিস্তানের দিকে মিসাইল মারবে ভারত!

Asia Largest Naval: এশিয়ার বৃহত্তম নেভাল বেস থেকে চিন ও পাকিস্তানের দিকে মিসাইল মারবে ভারত!

এশিয়ার বৃহত্তম নেভাল বেস তৈরি হচ্ছে ভারতে। কর্ণাটকের কারোয়ারে তৈরি হচ্ছে এই নেভাল বেস। ইতিমধ্যে কাজও যুরু হয়ে গিয়েছে। ২০০৫ সাল থেকে কাজ শুরু হয়েছে। সি বার্ড প্রোজেক্টের আওতায় কাজ শুরু হয়। ৬ বছর প্রথম ফেজের কাজ হওয়ার পর শুরু হয় দ্বিতীয় ফেজের কাজ। ২০১১ সালে শুরু হয় দ্বিতীয় ফেজের কাজ। সেই কাজও শেষ। এখন শুরু হয়েছে তৃতীয় ফেজের কাজ। এই নেভাল বেস তৈরি করতে মোট ১৯০০০ কোটি টাকা বা ২.৬ বিলিয়ন ডলার খরচ হচ্ছে। রানওয়ের দৈর্ঘ ৬০০০ ফুট। এখানে ৫০ টি যুদ্ধজাহাজ এবং তিনটি রণতরী থাকতে পারবে।

Asia Largest Naval Base is in India

Advertisement