অযোধ্যার রাম মন্দির যাওয়ার আগে যেতে হবে রামভক্তের কাছে। এটাই এখানকার রীতি। কারণ অযোধ্যার পূর্বপ্রান্তের দ্বাররক্ষী বজরংবলি। এই হনুমানগড়ির বিশাল কেল্লা নির্মাণ করেছিলেন এক মুসলিম শাসক। তাঁর ছেলের কুষ্ঠ রোগ সেরেছিল বজরংবলির দয়ায়। সেই ইতিহাস বাংলা ডট আজতক ডট ইন-এর সঙ্গে শেয়ার করলেন হনুমানগড়ির মহারাজ শিবম দাস।