বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য কোনও ব্যাঙ্ক বা হাউজিং ফিনান্স কোম্পানি থেকে ঋণ নিয়ে থাকেন বহু মানুষ। কোনও জরুরি দরকারে টাকার জন্য প্রায়শই লোন নেওয়ার কথা ভাবি আমরা। কিন্তু অনেক সময় দেখা যায় লোন নেওয়ার পর ইন্টারেস্ট দিতে গিয়ে হিমশিম খান বহু মানুষ। আর টাকা দিতে না পারার জন্য ব্যাঙ্কের তরফে লোন নেওয়া ব্যক্তির বাড়িতে লোক পাঠানো হয়। কখনও কখনও আবার বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি সিজ করে দেয় ব্যাঙ্ক। তবে সম্প্রতি পটনা হাই কোর্ট এক অভিনব রায়ের কথা শুনিয়েছে। বলা হয়েছে কিস্তি দিতে না পারলেও কোনও ব্যক্তির গাড়ি জোর করে দখল নিতে পারবে না ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি।
Bank cannot forcibly take possession of a person's car