scorecardresearch
 
Advertisement

Rajasthan Crime News: বিউটিশিয়ান হঠাৎ গায়েব, 2 দিন পর ভাগ ভাগ অংশ মিলল, হচ্ছে কী?

Rajasthan Crime News: বিউটিশিয়ান হঠাৎ গায়েব, 2 দিন পর ভাগ ভাগ অংশ মিলল, হচ্ছে কী?

রাজস্থানের যোধপুরে প্লাস্টিকের ব্যাগে পাওয়া গেছে দুদিন আগে নিখোঁজ ৫০ বছর বয়সী এক মহিলাকে। টুকড়ো টুকড়ো অংশ পাওয়া যায় ব্যাগে। তিনি একজন বিউটিশিয়ান ছিলেন। তাকে পরিচিত কেউ শেষ করেছে বলেই অনুমান পুলিশের। তার শরীরের অংশগুলিকে ছয় টুকরো করা হয়। এই ঘটনায় গুল মহম্মদ নামক এক ব্যক্তির খোজ পায় পুলিশ। গত ২৮শে অক্টোবর অনিতা চৌধুরী বিকেলে বিউটি পার্লার বন্ধ করে বাড়ির পথে রওনা দিলেও আর ফেরেননি। পরদিন তার স্বামী মনমোহন চৌধুরী যোধপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে জানা যায়,যে বিল্ডিংয়ে অনিতার বিউটি পার্লার ছিল সেখানেই অভিযুক্ত গুলামউদ্দিন ওরফে গুল মোহাম্মদের একটি দোকান ছিল। ওই মহিলার ফোনে কল ডিটেইলস অনুযায়ী পুলিশ গুল মোহাম্মদের বিষয়ে জানতে পারে।

Rajasthan Crime News

TAGS:
Advertisement