দেশে হু হু করে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। গত পাঁচ বছরে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সাইবার অপরাধ। তার মধ্যে সবচেয়ে বেশি যে ঘটনা ঘটছে তা হল ব্যাঙ্ক প্রতারণার ঘটনা। এ ছাড়া আধার কার্ডের তথ্য, ভুয়ো সিমকার্ড, কলসেন্টার, ক্রিপ্টো কারেন্সি বিদ্যুতের বিলের মাধ্যমে চলছে প্রতারণা।তবে সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেখে সকলেই অবাক। যা বলা চলে ব্যাঙ্ক জালিয়াতির ইতিহাসেও এই ঘটনা বিরল। জালিয়াতদের হাতে বোকা হয়ে গেল এক রাষ্ট্রায়ত্ব শাখা ব্যাঙ্ক। ঘটনাটা বেঙ্গালুরুর। এক বেসরকারি সংস্থার নামে ঋণ চেয়ে ওই ব্যাঙ্ক থেকে 17 লক্ষ টাকা আদায় করেছে ওই জালিয়াত চক্র। এমনটাই অভিযোগ।
Bengaluru Public Sector Bank Sends Rs 17 Lakh Credit To Cybercriminals