তফসিলি জাতি (এসসি) এবং উপজাতি (এসটি) সংরক্ষণে ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। বিএসপি, আরজেডি-র মতো দলগুলিও বনধকে সমর্থন করেছে। বুধবার পটনায় ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে বনধ সমর্থকরা। রাঁচিতে রাস্তা অবরোধ করা হয়েছে। রাস্তায় টায়ার পুড়িয়েও দেখানো হয়েছে বিক্ষোভ।