প্রাক্তন RTO কনস্টেবলের বাড়ি থেকে মিলল ৫২ কিলো সোনা, ২৩৪ কিলো রুপো, ২.৫ কোটি টাকা নগদ। অবিশ্বাস্য ঘটনায় ভোপালে শোরগোল। জানা গিয়েছে, প্রাক্তন আরটিও কনস্টেবল নিজেই ভিআরএস নিয়ে নিয়েছিলেন। তাঁর বাড়ি থেকে দামি, দামি ব্যাগ, বিলাসবহুল সামগ্রীও পাওয়া গিয়েছে। কোথা থেকে এই টাকা এসেছে তার তদন্ত শুরু হয়েছে।