scorecardresearch
 
Advertisement

Chandrayaan 3: জানেন চন্দ্রযান 3-তে ব্যবহৃত হয় পরমাণু প্রযুক্তি? কীভাবে তাপমাত্রা কন্ট্রোল!

Chandrayaan 3: জানেন চন্দ্রযান 3-তে ব্যবহৃত হয় পরমাণু প্রযুক্তি? কীভাবে তাপমাত্রা কন্ট্রোল!

চাঁদের মাটিতে ভারতের প্রথম পা রাখাটা গোটা বিশ্বের কাছে আমাদের গর্বের দিন ছিল। অবতরণ করে ইতিহাস গড়েছে চন্দ্রযান-3। চাঁদের মাটিতে ল্যান্ড করার পর থেকে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ভবিষ্যতে আরও সাফল্য লাভের পথ প্রশস্ত করেছে। তারই মধ্যে চন্দ্রযান-3 নিয়ে আরও একটি বিষয় সামনে এল। যা ভবিষ্যতের মহাকাশ মিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবার যে সাফল্য মিলেছে, তা আগামিদিনে ব্যবহার করে আরও নতুন-নতুন সাফল্যের ইতিহাস তৈরি করতে পারে ইসরো।

Big Updates on Chandrayaan 3

Advertisement