scorecardresearch
 
Advertisement

Rare Bird: বিরল প্রজাতির পাখি 'ব্লিথস ট্রাগোপান', ১০ বছর পর দেখা মিলল মিজোরামে

Rare Bird: বিরল প্রজাতির পাখি 'ব্লিথস ট্রাগোপান', ১০ বছর পর দেখা মিলল মিজোরামে

মিজোর বঙ্গ নামে পরিচিত বিরল পাখি প্রজাতি 'ব্লিথস ট্রাগোপান', যা একসময় বিলুপ্ত বলে মনে করা হয়েছিল, এক দশক ধরে অনুপস্থিতির ছিল। পক্ষীপ্রেমীদের কাছে এক আনন্দদায়ক খবর। ব্লিথস ট্রাগোপান, মিজোরামে ১০ বছরেরও বেশি সময় ধরে অদেখা একটি তিতির প্রজাতির পাখি। সম্প্রতি ফাউংপুই জাতীয় উদ্যানের থাল্টলাং গ্রামে ক্যামেরাট্র্যাপের মাধ্যমে দেখা গেছে এই পাখির।

Advertisement