নামটি শুনলেই একরাশ আতঙ্ক গ্রাস করে। কি স্টেজে রয়েছে? রোগী বাঁচবে তো? অপারেশন করা গেলে বাঁচার সম্ভাবনা ঠিক কত? অপারেশনে খরচই বা কত? ব্রেন টিউমার হলেই নির্ঘাত মৃত্যু। এই আশঙ্কাই প্রথমে গ্রাস করে। তবে এসবের মাঝেই আশার আলো দেখা গেল। জানা গিয়েছে মাত্র ৩০ মিনিটেই নাকি ব্রেন টিউমার অপারেশন করা সম্ভব হবে। ভাবুন একবার। ব্রেন টিউমারের মতো এক জটিল এবং সময় সাপেক্ষ অপারেশন মাত্র তিরিশ মিনিটেই সারা সম্ভব হবে। দক্ষিণ এশিয়ায় প্রথম দিল্লিতে এই ধরনের অপারেশন শুরু হয়েছে। জানা গিয়েছে, নন-ইনভ্যাসিভ অর্থাৎ মাথার খুলি সম্পূর্ণ না খুলেই এই অপারেশন হবে।
Brain Tumor Operation