scorecardresearch
 
Advertisement

BSF Shot Pakistani Drone: সীমান্তে পাক ড্রোন গুলি করে ধ্বংস করল ভারতীয় সেনা, আবার আক্রমণের ছক কষছে!

BSF Shot Pakistani Drone: সীমান্তে পাক ড্রোন গুলি করে ধ্বংস করল ভারতীয় সেনা, আবার আক্রমণের ছক কষছে!

পাঞ্জাব সীমান্ত পেরিয়ে ফের ঢুকল পাকিস্তানি ড্রোন। তবে জওয়ানদের ফাঁকি দিতে পারেনি ড্রোনটি। আর তা দেখা মাত্রই গুলি করে নামাল BSF জওয়ানরা। এরপরই কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ ও রাজ্য পুলিশ। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তর্ন তারান জেলায়। এর আগেও ড্রোনের মাধ্যমে বহুবার মাদক ও অস্ত্র পাঞ্জাবে পাঠানোর চেষ্টা করেছে পাকিস্তান। এই মাদক জেহাদের নেপথ্যে আইএসআইয়ের হাত রয়েছে বলেই ধারণা। তর্ন তারন জেলার লাখানা গ্রামে একটি পাক ড্রোন উড়তে দেখা যায়। তখন চেকপোস্ট সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিলেন জওয়ানরা। সেইসময় ড্রোনটিকে আকাশে উড়তে দেখেন তাঁরা। উড়তে উড়তে সীমান্ত পেরিয়ে সোজা ভারতের সীমানায় ঢুকে আসে ড্রোনগুলি। আর সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করেন জওয়ানরা। গুলিতে ভেঙে পড়ে ড্রোনগুলো। উচ্চপদস্থ আধিকারিকদেরও এই ঘটনার কথা জানানো হয়।

BSF shot down Pakistani drone near International border in Punjab

Advertisement