scorecardresearch
 
Advertisement

Bullock Cart Race: ফসল কাটার উৎসব পোঙ্গলের আগে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা মাদুরাইয়ে

Bullock Cart Race: ফসল কাটার উৎসব পোঙ্গলের আগে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা মাদুরাইয়ে

তামিলনাড়ুতে ফসলকাটার উৎসব পোঙ্গলের আগে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মাদুরাই জেলার মেলুরের কাছে এই গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাথিনেত্তনকুডি-মেলুর সড়কের ধারে পরিচালিত এই দৌড়ে মাদুরাই, শিবগাঙ্গাই এবং থেনি সহ বিভিন্ন জেলার গরুর গাড়ির মালিকরা তাদের গবাদি পশুর সঙ্গে প্রতিযোগিতা করতে দেখেছিল। দুটি বিভাগে মোট ৩০ জোড়া বলদ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী গরুর গাড়ির মালিক এবং তাদের সারথিরা নগদ পুরস্কার এবং স্মারক ট্রফি পেয়েছে।

Advertisement