scorecardresearch
 
Advertisement

PM Narendra Modi : মোদির কেরামতি ভাবুন! বুর্জ খালিফায় উঠল তেরঙ্গা পতাকা আর কার ছবি?

PM Narendra Modi : মোদির কেরামতি ভাবুন! বুর্জ খালিফায় উঠল তেরঙ্গা পতাকা আর কার ছবি?

বন্ধু মোদিকে সম্মান জানাতে আমিরশাহীর বুর্জ খলিফার বুকে সগৌরবে ফুটল তেরঙ্গা। আর তা দিয়ে বোঝানো হল ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ক কতটা মজবুত। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয় আমিরশাহীর প্রথম হিন্দু মন্দিরের। তার আগে মোদিকে সম্মান জানিয়ে ও ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে দুবাইয়ের বুর্জ খলিফায় তেরঙ্গা  ফুটে উঠল। বিশ্বের উচ্চতম বিল্ডিংয়ে লেখা, গেস্ট অব অনর-রিপাবলিক অব ইন্ডিয়া। মঙ্গলবারই সংযুক্ত আরব আমিরশাহি সফরে যান প্রধানমন্ত্রী মোদী। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাক্তোউম। দুই রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যে মজবুত সম্পর্ক গড়ার ডাক দেন।

Burj Khalifa Lights Up To Welcome PM Narendra Modi With Words "Guest Of Honor Republic Of India" Ahead Of His Address In World Government Summit

Advertisement