scorecardresearch
 
Advertisement

Chandrayaan-3: শেষবারের মত পৃথিবীকে বাই বাই করে চাঁদের কক্ষপথে পাড়ি দিল চন্দ্রযান 3

Chandrayaan-3: শেষবারের মত পৃথিবীকে বাই বাই করে চাঁদের কক্ষপথে পাড়ি দিল চন্দ্রযান 3

পৃথিবীর মায়া ছেড়ে এবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি চন্দ্রযান 3-র। মঙ্গলবার শেষবারের মত পৃথিবীকে টা টা বাই বাই করে চাঁদের কক্ষপথে পাড়ি বসায়। মঙ্গলবার চতুর্থ ধাপ শেষ করে দুপুর পৌনে তিনটে নাগাদ পঞ্চম কক্ষপথ অর্থাৎ শেষ কক্ষপথে ঢুকে পড়ে চন্দ্রযান 3। কবে চাঁদের কক্ষপথে ঢুকবে এই চন্দ্রযান 3? 1 আগস্ট চাঁদের কক্ষপথে ঢোকার এই প্রক্রিয়াটি শেষ হবে। সেদিন রাত 12টা থেকে 1টার মধ্যেই পৃথিবীর একমাত্র উপগ্রহের কক্ষপথে প্রবেশ করার কথা চন্দ্রযানের। চন্দ্রযান 2-এর ব্যর্থতা ভুলে ইতিহাস গড়তে মরিয়া ইসরো। আর এই অভিযান সফল হলেই কেল্লা ফতে। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও চিনের পর ভারতই হবে একমাত্র দেশ যারা কিনা চাঁদের মাটি স্পর্শ করবে। এর আগে 15 জুলাই, 16 জুলাই, 18 জুলাই এবং 20 জুলাই কক্ষপথ পরিবর্তন করেছে চন্দ্রযান। উপগ্রহের অন্ধকার দিকে আলো ফেলার জন্য ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের তৎপরতা অনেক আগে থেকেই। পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে চন্দ্রযান তৈরি করে তা চাঁদে পাঠানোর চেষ্টা চলেছে। 2019 সালে চন্দ্রযান-2 সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু তারপর চাঁদে অবতরণের সময় ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্ন হয়ে আচমকা ভেঙে পড়েছিল। কিন্তু এবার তা হওয়ার আশঙ্কা নেই বলেই ইসরোর দাবি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, এবার আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই সফলভাবেই যানটি চাঁদের দক্ষিণ প্রান্তে সফট ল্যান্ডিং করতে পারবে বলে যথেষ্ট আশাবাদী সকলেই।

Chandrayaan-3 has successfully completed fifth orbit rising maneuver says ISRO.

Advertisement