চাঁদের বাড়ির অনেকটা কাছে পৌঁছে গেছে চন্দ্রযান 3। মঙ্গলবার মাঝরাতে পৃথিবীর কক্ষপথকে বাই বাই করে চাঁদ মামার কক্ষপথের দিকে যাবে চন্দ্রযান 3। তবে চন্দ্রযান যতো এগোচ্ছে, তত ঘুম উড়ছে বিজ্ঞানীদের। চিন্তা একটাই অচেনা এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়, ঠিক মতো লোকেশনে পৌঁছাতে পারবে তো এই মহাকাশযান। সফল হবে তো এই মিশন? মঙ্গলবারই পৃথিবীর সঙ্গে যেটুকু টাচ এখন চন্দ্রযানের রয়েছে, সেটাও শেষ হয়ে যাবে। চন্দ্রযান লাফ কেটে চলে যাবে এই মহাকাশযান। ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে চন্দ্রযানকে পাঠানো হবে চাঁদের কক্ষপথে। ধাপটা আদৌ সফল হবে কিনা, সেটা নির্ভর করবে নির্ভুল লক্ষ্যভেদের উপর। একটু এদিক ওদিক হলেই বড়সড় বিপদের মুখে পড়বে চন্দ্রযান 3।
Chandrayaan-3 Latest News