scorecardresearch
 
Advertisement

Chandrayaan-3 Latest News: চাঁদে মরচে পড়ছে, চাঁদে অক্সিজেন যাচ্ছে পৃথিবী থেকে, ভয়ঙ্কর খবর পাঠাল চন্দ্রযান-1

Chandrayaan-3 Latest News: চাঁদে মরচে পড়ছে, চাঁদে অক্সিজেন যাচ্ছে পৃথিবী থেকে, ভয়ঙ্কর খবর পাঠাল চন্দ্রযান-1

চাঁদে মরচে পড়ছে। জং ধরছে চাঁদের লোহাতে। তার প্রমাণও মিলেছে হাতে নাতেই। এই প্রথম পৃথিবীর আত্মজাকে ক্ষয়-রোগের কবলে পড়তে দেখে হইচই শুরু হয়ে গেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়। কয়েক কোটি বছর ধরেই মরচে পড়ছে চাঁদে। ক্ষয় হচ্ছে দুই মেরু। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-1-এর পাঠানো ছবি ও তথ্যাদি এই চাঞ্চল্যকর খবর দিয়েছে। যার হাত ধরে আকাশ দেখার কৌতূহলের জন্ম হয়েছিল সভ্যতার, সেই চাঁদে ছিটেফোঁটাও বায়ুমণ্ডল, অক্সিজেন না থাকার পর, তরল জলের অস্তিত্ব এখন কার্যত অসম্ভব হওয়ার পরেও কী ভাবে চাঁদে মরচে ধরল, এখন তা নিয়েই তুমুল ধন্দে পড়ে গিয়েছে নাসা ও ইসরো।

Chandrayaan-3 Latest News

Advertisement