scorecardresearch
 
Advertisement

Chandrayaan 3 Update: চাঁদের বুকে প্রজ্ঞানের কাজ কি তাহলে শেষ! রাত হতেই স্লিপ মোডে ল্যান্ডার-রোভার

Chandrayaan 3 Update: চাঁদের বুকে প্রজ্ঞানের কাজ কি তাহলে শেষ! রাত হতেই স্লিপ মোডে ল্যান্ডার-রোভার

সেঞ্চুরি করেছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে 100 মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভার প্রজ্ঞান। গুটি গুটি পায়ে এই কদিনেই বেশ অনেকটা দূরত্ব পার করে ফেলেছে। এবার বিশ্রামের পালা। চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়বে রোভার প্রজ্ঞান। শনিবার ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-র প্রধান এস সোমানাথ জানিয়েছেন এবার চাঁদে স্লিপ মোডের প্রস্তুতি ৷ তিনি বলেন, 'সুসংবাদ হল যে রোভারটি ল্যান্ডার থেকে অন্তত 100 মিটার দূরে চলে গেছে এবং আমরা তাদের নিষ্ক্রিয় করার প্রক্রিয়াটি আগামী একদিনের দিনের মধ্যে শুরু করতে যাচ্ছি, কারণ সেখানে রাত হতে চলেছে।

Chandrayaan-3 Latest News

Advertisement