এমনিতেই পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল চাঁদ। এবার চাঁদের জন্য নাকি রীতিমতো সর্বনাশ হবে পৃথিবীর, চন্দ্রযান যেতেই এলো নতুন তথ্য। মহাকাশ গবেষকদের দাবি, জন্ম থেকেই পৃৃথিবীতে দিন বড় হচ্ছে না। প্রথমে এই প্রক্রিয়া শুরু হলেও প্রায় এক বিলিয়ান বছর ধরে তা আটকে ছিল। দুই বিলিয়ান ও 600 মিলিয়ান বছরের মাঝামাঝি সময় সূর্য থেকে ছিটকে আসা কোনও পদার্থের সঙ্গে চাঁদের মাধ্যকর্ষণ শক্তির সংঘর্ষ হয়। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, সূর্যের বায়ুমণ্ডলীয় জোয়ার চাঁদের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। উল্লেখ্য, সূর্যের বায়ুমণ্ডলীয় এই জোয়ার নিজের অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের গতিবেগকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। ফলে দিনের দৈর্ঘ্য গড়ে সাড়ে 19 ঘণ্টার বেশি হয় না।
Chandrayaan-3 Latest Update