চাঁদে শিবশক্তিতে আবারও সকাল গড়িয়ে রাত নামছে। এবার কি তাহলে চিরঘুমের দেশে যেতে চলেছে বিক্রম-প্রজ্ঞান? ফের সচল হওয়ার কি আর কোনওরকম আশাই দেখছেন না ইসরোর বিজ্ঞানীরা? চাঁদের মাটিতে পৌঁছে প্রথম কয়েকদিনে পরিকল্পনা মাফিক বেশ ভালো মতোনই কাজ করেছে চন্দ্রযান 3 -র প্রজ্ঞান ও বিক্রম। তবে লুনার নাইট শুরু হতেই তারা নিস্তেজ হয়ে পরেছে। প্রজ্ঞানকে আপাতত জাগাতে ইসরো ছোটাচ্ছে কালঘাম। এরই মধ্যে আশঙ্কা চড়ছে যে, প্রজ্ঞান যদি আর কোনও দিনও না জাগতে পারে? তাহলে?
Chandrayaan-3 Latest Update