চাঁদে রওনা দিচ্ছে চন্দ্রযান-৩। ISRO-র শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ। সমস্ত কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ। এই চন্দ্রযানের সফলতা কামনা করে ওড়িশার প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে ‘বিজয়ী ভব’ বার্তা দিয়ে চন্দ্রযানের একটি ২২ ফুট দীর্ঘ বালি শিল্প তৈরি করেছেন। এটি তৈরি করতে বালির সঙ্গে ৫০০ টি স্টিলের বাটি ব্যবহার করেছেন তিনি।দেখুন ভিডিও
Sudarsan Pattnaik created a 22 ft Long Sand Art of Chandrayaan 3 at Puri Beach