scorecardresearch
 
Advertisement

Chandrayaan-3 News Live: চন্দ্রযানে মাস্টার স্ট্রোক দিল ISRO! সাড়ে আট লক্ষ কোটি টাকা আয় হবে দেশের

Chandrayaan-3 News Live: চন্দ্রযানে মাস্টার স্ট্রোক দিল ISRO! সাড়ে আট লক্ষ কোটি টাকা আয় হবে দেশের

চন্দ্রযান 3 কিছুদিন আগেই লঞ্চ করেছে ভারত। অনেক হলিউড সিনেমার বাজেটের থেকেও কম খরচে চন্দ্রযান মিশন লঞ্চ করেছে ভারত। চন্দ্রযান 2-এর মাধ্যমে ভারত প্রথমবার চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিল। সে চেষ্টা সফল হয়নি। এবার চন্দ্রযান 3 মিশনের মাধ্যমে ভারত দ্বিতীয়বার সেই চেষ্টা করছে চলেছে। 23 অগস্ট বুধবার তা চাঁদের মাটিতে সফট ল্যান্ড করবে। সঙ্গে সঙ্গে চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদের মাটিতে নামবে ও প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করব আমরা। তবে শুধু দেশের মহাকাশ গবেষনায় উন্নতিই নয়, চন্দ্রযান 3 দেশের মহাকাশ অর্থনীতির জন্য একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে।

Chandrayaan-3 News Live Update

Advertisement