কাউন্টডাউন চলছে। তার মধ্যেই জানা যাচ্ছে শেষ মুহুর্তে পিছিয়ে যেতে পারে চন্দ্রযান-3-র সফট ল্যান্ডিং। মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি পরিস্থিতি অনুকূল না হয় তাহলে তিন-চার দিন পরে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে চন্দ্রযান-3কে। ISRO কোনও ভাবেই ঝুকি নিতে নারাজ। তাই রেডি রয়েছে প্ল্যান বি। স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার-ইসরোর (ISRO) ডিরেক্টর নীলেশ এম দেশাই জানান চন্দ্রযান-3 23 অগাস্টের পরিবর্তে 27 অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করতে পারে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। চন্দ্রযান-3-র সফট ল্যান্ডিং-এর তারিখ বদলানো হবে কিনা তার সিদ্ধান্ত হবে 23 অগাস্ট। ল্যান্ডিংয়ের নির্ধারিত সময়ের ঘণ্টাদুয়েক আগে।
Chandrayaan-3 Soft Landing Plan B