scorecardresearch
 
Advertisement

Cold Wave: কাশ্মীরের কঠোরতম শীতকালীন সময়,'চিল্লা-ই-কালান' শুরু, জমে গেছে ডাল লেক

Cold Wave: কাশ্মীরের কঠোরতম শীতকালীন সময়,'চিল্লা-ই-কালান' শুরু, জমে গেছে ডাল লেক

কাশ্মীরের ৪০ দিনের কঠোরতম শীতকালীন সময়, 'চিল্লা-ই-কালান' বৃহস্পতিবার শুরু হয়। অনেক জায়গায় পারদ হিমাঙ্কের নীচে কয়েক ডিগ্রি নেমে গেছে। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে রাতে সর্বনিম্ন মাইনাস ৪.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগাম, যা বার্ষিক অমরনাথ যাত্রার অন্যতম ভিত্তি ক্যাম্প হিসাবে কাজ করে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিখ্যাত ডাল লেকের জল জমে বরফ। জল সরবরাহের লাইনগুলি জমে গেছে বরফে।

Advertisement