scorecardresearch
 
Advertisement

Rahul Gandhi Martial Arts Video: জুজুৎসু অনুশীলন রাহুলের, দেখালেন মার্শাল আর্টসের কেরামতি, VIDEO দেখুন

Rahul Gandhi Martial Arts Video: জুজুৎসু অনুশীলন রাহুলের, দেখালেন মার্শাল আর্টসের কেরামতি, VIDEO দেখুন

লোকসভা নির্বাচন মিটে গেলেও জনসংযোগ জারি রেখেছেন রাহুল গান্ধী। এবার জুজুৎসু করতে দেখা গেল সনিয়া-তনয়কে। ওই ভিডিওয় রক্ষণকৌশল শেখাচ্ছেন তিনি। রাহুল লিখেছেন,'ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় আমরা হাজার হাজার কিলোমিটার চলতাম। রোজ সন্ধ্যায় শিবিরে আমরা জুজুৎসু অনুশীলন করতাম। ফিট রাখতে এটা শুরু হয়েছিল। অচিরেই তা দলগত খেলায় পরিণত হয়'। সেই সঙ্গে রাহুলের ঘোষণা, এবার ভারত দোজো যাত্রা শুরু হবে।

Advertisement