scorecardresearch
 
Advertisement

Congress Protest: রাজ্যসভায় অমিত শাহর 'ফ্যাশন' মন্তব্য, সংসদ চত্বরে আম্বেডকরের ছবি নিয়ে প্রতিবাদ কংগ্রেসের

Congress Protest: রাজ্যসভায় অমিত শাহর 'ফ্যাশন' মন্তব্য, সংসদ চত্বরে আম্বেডকরের ছবি নিয়ে প্রতিবাদ কংগ্রেসের

রাজ্যসভার মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন "অভি এক ফ্যাশন হো গয়া হ্যায় - আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর, আম্বেডকর। ইতনা নাম আগর ভগবান কা লেট তো সাত জনম তাক স্বর্গ মিল জাতা'। এরই প্রতিবাদে বুধবার সংসদ চত্বরের সামনে আম্বেডকরের ছবি নিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস সাংসদরা। তারা এই ফ্যাশন মন্তব্যের জন্য অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি করেন।

Advertisement