কাশ্মীর সফরে রয়েছেন সচিন তেন্ডুলকর। পরিবার নিয়ে কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন। কাশ্মীর যাবেন আর ডাল লেক ঘুরবেন না। তা কখনও হয়। তাই পরিবার নিয়ে এলেন ডাল লেকে। আর ডাল লেকে এলে শিকারা না চাপলে হয় না। পরিবার নিয়ে তাই শিকারাতে চাপলেন মাস্টার ব্লাস্টার। এমনকি দেখা গেল শিকারাতে দাঁড় টানতেও।