scorecardresearch
 
Advertisement

Marriage Law: 'বিয়ে হলেই বাপের বাড়িতে থাকার অধিকার হারায় না মেয়ে', পর্যবেক্ষণ হাইকোর্টের

Marriage Law: 'বিয়ে হলেই বাপের বাড়িতে থাকার অধিকার হারায় না মেয়ে', পর্যবেক্ষণ হাইকোর্টের

বিয়ে হয়ে যাওয়া মানেই মেয়েদের সব অধিকার হারিয়ে যায় না। মেয়েরা বাপের বাড়িতে থাকার অধিকার হারায় না। সম্প্রতি এই মন্তব্য করেছে হাইকোর্ট। উল্লেখ্য, পঞ্চায়েত সচিব পদের চাকরি নিয়ে একটি মামলায় এই পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের। মাদ্রাজ হাই কোর্টে মামলা করেছিলেন জি মায়াকান্নান নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, বি সরন্যা বর্তমানে এলাকার বাসিন্দা নন, তথাপি পঞ্চায়েতের সচিব হয়ে বসেছেন। যা আইনত ঠিক নয়। কারণ যুক্তি হিসাবে তিনি তুলে ধরেন পঞ্চায়েত সচিবকে স্থানীয় বাসিন্দা হতে হয়।

Daughter does not lose her right to live in her father's house after marriage, observes the High Court

TAGS:
Advertisement