শুক্রবার ভোর রাত থেকে ঝোড়ো হওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে দিল্লির এনসিয়ারে। আর এরই প্রভাবে এদিন ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর ছাদ। জানা গিয়েছে, সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। ছাদের তলায় চাপা পড়ে যায় বহু গাড়ি, এবং ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও খবর। ঘটনাস্থলে রয়েছে সেনা, দমকল এবং এনডিআরএফ টিম, চলছে উদ্ধার কার্য। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জোরাপু।