scorecardresearch
 
Advertisement

Delhi Flood Updates: যুমনার জলের নীচে দিল্লি, উদ্ধারকাজে নামল NDRF, দেখুন

Delhi Flood Updates: যুমনার জলের নীচে দিল্লি, উদ্ধারকাজে নামল NDRF, দেখুন

যমুনার জলের তলায় ভারতের রাজধানী। দিল্লি আজও ভাসছে। লালকেল্লা থেকে সুপ্রিম কোর্ট, মুখ্যমন্ত্রীর বাড়ি, এক কোমর জল। পরিস্থিতি এতটাই খারাপ যে, উদ্ধারকাজে নামাতে হল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। যমুনার জলে হওয়া বন্যা থেকে দিল্লিবাসীকে বাঁচাতে নামল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৬টি দল। দিল্লির পাশাপাশি হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানাতেও উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Delhi Flood Latest Updates

Advertisement