অবৈধ অনুপ্রবেশকারী ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সঙ্গম বিহার হত্যা মামলার তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিকদের জড়িত একটি অবৈধ অনুপ্রবেশচক্রের র্যাকেটের সন্ধান পায়। দক্ষিণ জেলার ডিসিপি অঙ্কিত চৌহান প্রকাশ জানান, নথি জাল করার অভিযোগে ছয়জনের পাশাপাশি পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই সাফল্য আসে যখন খুনের শিকার সেটন শেখ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের জাল আধার কার্ড তৈরিতে সাহায়্য করছিলেন তা জানার পর।