scorecardresearch
 
Advertisement

Golden Temple: দীপাবলি ও 'বন্দি ছোড় দিবস' উদযাপন করতে স্বর্ণমন্দিরে ভিড় ভক্তদের

Golden Temple: দীপাবলি ও 'বন্দি ছোড় দিবস' উদযাপন করতে স্বর্ণমন্দিরে ভিড় ভক্তদের

দীপাবলি উদযাপন করতে এবং আশীর্বাদ চাইতে রবিবার ভক্তরা অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভিড় করেছিলেন। এছাড়া 'বন্দি ছোড় দিবস'ও উদযাপন করে তারা। শিখদের ষষ্ঠ গুরু হরগোবিন্দ ১৭ শতকের দ্বিতীয় দশকে গোয়ালিয়র দুর্গ থেকে ৫২ জন হিন্দু রাজার মুক্তি স্মরণ করে এই উৎসব উদযাপন করা হয়। মুঘল সম্রাট জাহাঙ্গির তাদের বন্দী করেছিলেন। প্রদীপ জ্বালিয়ে এবং স্বর্ণমন্দিরের পুকুরে পবিত্র ডুব দিয়ে ভক্তরা এই উৎসব উদযাপন করেন।

Advertisement