মথুরায় শুরু হয়েছে মুদিয়া মেলা। এই মেলা গুরুপূর্ণিমার কিছুদিন আগে শুরু হয়। মথুরায় এই মেলা উপলক্ষ্যে গোবর্ধন মন্দিরে ভক্তদের ভিড়। প্রচর ভক্ত মন্দির চত্বরে দন্ডি কাটেন। আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোবর্ধন মন্দির। এই মেলা শুরু হয়েছে ১৭ জুলাই এবং চলবে ২১ জুলাই পর্যন্ত।