scorecardresearch
 
Advertisement

IndiGo flight: মাঝ আকাশে মত্ত অবস্থায় বিমানের দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী

IndiGo flight: মাঝ আকাশে মত্ত অবস্থায় বিমানের দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী

মাঝ আকাশে মত্ত অবস্থায় বিমানের দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী। বিমানসেবিকা-সহ অন্য ক্রু মেম্বারদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। শুক্রবার, 7 এপ্রিল ঘটনাটি ঘটেছে INDIGO-র 6E 308 বিমানে। বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। শুক্রবার সকাল ৭টা ৫৬ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি। জানা গিয়েছে, কানপুর নিবাসী প্রতীক নামে ওই যাত্রী বিমানের 18F সিটে বসেছিলেন। মাঝ আকাশে হঠাৎ বিমানটির এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন 40 বছরের ওই যাত্রী। ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। বিমানের অন্যযাত্রীরা ওই সময় ওই যাত্রীকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি শোনেনি বলে অভিযোগ। এমারজেন্সি দরজা খোলার চেষ্টা করেই যাচ্ছিলেন। এমনই দাবি করেছে ওই বিমানসংস্থা। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয় অন্য যাত্রীদের মধ্যেও। সকাল ১০টা ৪৩মিনিটে বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করলে, কানপুর নিবাসীকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ওই যাত্রী বেঙ্গালুরুর একটি সংস্থায় মার্কেটিং বিভাগে কর্মরত। এরপর তাঁকে বিমানবন্দরের হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। ওই যাত্রী যে মদ্যপ ছিলেন শারীরিক পরীক্ষার পর তা নিশ্চিত হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি DGCA কে জানিয়েছে INDIGO কর্তৃপক্ষ। যদিও বিমানে দরজা খোলার চেষ্টা এই প্রথম নয়। গত বছর ডিসেম্বর মাসে একই অভিযোগ উঠেছিল বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের বিরুদ্ধে। টেক অফের আগেই বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলার অভিযোগ উঠেছিল বিজেপি সাংসদের বিরুদ্ধে। চেন্নাই থেকে তিরুচেরাপল্লি যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এর ফলে প্রায় ১০ ঘণ্টার বেশি সময় পরে বিমানটি তিরুচেরাপল্লির উদ্দেশে রওনা দেয়। বিজেপি সাংসদ ভুল করে বিমানের আপৎকালীন দরজাটি খুলেছিলেন বলে সাফাই দেওয়া হয়েছিল কেন্দ্রীয় অসামরকি বিমানচলাচল মন্ত্রকের তরফে।

Drunk passenger tries to open emergency door on Delhi-Bengaluru IndiGo flight

Advertisement