ভয়াবহ ধুলোঝড়ে বিপর্যস্ত মুম্বই। সন্ধ্যার দিকে প্রবল হাওয়া আর ধুলোয় ঢেকে যায় চারপাশ। পুরো অন্ধকার নেমে আসে। আচমকা এমন পরিস্থিতিতে রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। এরই মধ্যে বড়সড় দুর্ঘটনা ঘটল ঘাটকোপারে। হাওয়ার দাপটে ভেঙে পড়ল পেট্রোল পাম্পের হোর্ডিং। চাপা পড়ে যান বহু মানুষ। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। ৮০ জনের উপর আহত।