বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তর-পূর্ব ভারত। কম্পন অনুভূত হয়ে উত্তরবঙ্গেও। বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল ভূমিকম্প অনুভব হয়। কম্পনের উৎস প্রতিবেশী রাজ্য অসম। কম্পনের কেন্দ্রস্থল অসমের সোনিতপুর। ভূমিকম্পটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল বলে জানা গিয়েছে। যাতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। অসমে পরপর ৩টি ভূমিকম্প ঘটে। ভূমিকম্পের হাত থেকে রক্ষা পায়নি গুয়াহাটির তাজ বিভান্ত হোটেলেও।