scorecardresearch
 
Advertisement

Elephant: খাবার ভেবে বোমা, ছত্তিশগড়ের গড়িয়াবন্দে বিস্ফোরণে আহত জঙ্গলের হাতি

Elephant: খাবার ভেবে বোমা, ছত্তিশগড়ের গড়িয়াবন্দে বিস্ফোরণে আহত জঙ্গলের হাতি

ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার উদন্তি-সীতানদী টাইগার রিজার্ভ (ইউএসটিআর) এ সন্দেহভাজন দেশীয় তৈরি বোমা বিস্ফোরণে একটি হাতি আহত হয়েছে। বনদফতর জানিয়েছে হাতিটি সীতানদী বন রেঞ্জের সাতলোর এলাকায় বিচরণকারী ৩৮ থেকে ৪০টি হাতির একটি পালের সদস্য। রক্তের দাগ ও বোমার টুকরো পাওয়া গেছে। আহত বন্য প্রাণীটিকে খুঁজে বের করার জন্য একটি শিকার বিরোধী দল এবং একটি ডগ স্কোয়াড বনে মোতায়েন করা হয়েছিল। বনকর্মীরা ড্রোন মোতায়েন করে আহত হাতিটিকে সনাক্ত করে। ড্রোন ভিজ্যুয়ালে দেখা গেছে ৫-৬ বছর বয়সী হাতিটির চোয়াল ফুলে গেছে এবং পায়ে আঘাত রয়েছে।

Advertisement