করোনার মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বেনারস সফর করছেন, যদিও এর আগে তিনি ভার্চুয়াল পদ্ধতিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে এই এলাকায় যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সফরের জন্য বেনারসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর মোতায়েনের পাশাপাশি ড্রোন ক্যামেরায় নজরদারি চলছে। বেনারসের সভা থেকে সোমবার প্রধানমন্ত্রী বলেন, 'আগে সরকারেরর কোনও নীতি পছন্দ না হলে, সেটা বিরোধিতা করা হত কিন্তু বিগত কয়েক দিনে আন্দোলনের ভাষাই বদলে গিয়েছে। সরকারের কোনও সিদ্ধান্ত আসলে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। তার পরে সেটা ঘিরে অপপ্রচার চলে। এটা তারাই করে, যারা ধারাবাহিকভাবে এতো বছর কৃষকদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল।'