scorecardresearch
 
Advertisement

Puri Fireworks Explosion: পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবে বাজি বিস্ফোরণ, অগ্নিদগ্ধ একাধিক

Puri Fireworks Explosion: পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবে বাজি বিস্ফোরণ, অগ্নিদগ্ধ একাধিক

বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজির স্তূপ বিস্ফোরণে প্রায় ২০ জন দগ্ধ হয়েছেন। উৎসব চলার সময় তা দেখার জন্য নরেন্দ্র পুষ্করিণী নামক জলাশয়ের তীরে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। একদল ভক্ত পটকা ফাটিয়ে উৎসব পালন করছিলেন। হঠাৎ, জ্বলন্ত পটকা থেকে একটি স্প্লিন্টার বাজির স্তূপে চলে যায়, যার ফলে বিস্ফোরণ ঘটে। জ্বলন্ত পটকা ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনকে আঘাত করে এবং তাদের মধ্যে কেউ কেউ নিজেদের বাঁচাতে জলাশয়ে ঝাঁপ দেয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Advertisement