scorecardresearch
 
Advertisement

First Ever Hydrogen Bus In India: একবার ভরলেই 400 কিমি, দেশের প্রথম হাইড্রোজেন বাস রিলায়েন্সের

First Ever Hydrogen Bus In India: একবার ভরলেই 400 কিমি, দেশের প্রথম হাইড্রোজেন বাস রিলায়েন্সের

পরিবেশ দুষণ বাঁচাতে ভারতে প্রথম হাইড্রোজেন বাস লঞ্চ করল। Daimler ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকেল মালিকাধীন BharatBenz এবং রিলায়েন্স গোষ্ঠী ভারতের প্রথম এই বাস আনল। একবার হাইড্রোজেন ফুয়েল ভর্তি করলেই টানা 400 কিলোমিটার চলবে এই বাস। এই বছরেই এমন একটি হাইড্রোজেন ইন্টার্নাল কমবাশন ইঞ্জিন ট্রাক নিয়ে আসে অশোক লেল্যান্ড। ডিজেল চালিত ইঞ্জিনের উপর ভিত্তি করে এই ইঞ্জিন সিস্টেম তৈরি করা হয়। অন্যদিকে এই দৌড়ে নেমে পরেছে টাটাও। ইতিমধ্যেই নো অবজেকশন সার্টিফিকেটও পেয়েছে টাটা গ্রুপ। এই বাসটি একটি ইন্টারসিটি বিলাসবহুল কোচ স্টাইলের হাইড্রোজেন জ্বালানি চালিত বাস।

First Ever Hydrogen Bus In India

Advertisement