হঠাৎ বন্যা ও ভূমিধসে পূর্ব নেপালে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৮ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে হেওয়াখোলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের ১৬ জন শ্রমিক নিখোঁজ হয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মতে, কোশি প্রদেশের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে তাপলেজুং, পাঁচথার, শঙ্খুয়াসভা এবং তেরহাথুমে ভারী বৃষ্টিপাত হয়েছে। এখানে বন্যা ও ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। সড়ক, সেতু এবং একটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে।