scorecardresearch
 
Advertisement

Assam Flood Situation: জলের তলায় অসমের ১০ জেলা, বিপদ সীমার উপর দিয়ে বইছে নদী

Assam Flood Situation: জলের তলায় অসমের ১০ জেলা, বিপদ সীমার উপর দিয়ে বইছে নদী

অসমে বন্যা পরিস্থিতি একই রকম রয়েছে। রাজ্যে বন্যার কারণে হাইলাকান্দি হোজাই, মরিগাঁও, করিমগঞ্জ, নগাঁও, কাছাড়, ডিব্রুগড়, গোলাঘাট, কার্বি আংলং পশ্চিম এবং ডিমা হাসাও জেলার ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভারী বর্ষণের ফলে নদীর জলস্তর বেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। অসমের ১৩টি জেলার ৫৬৪টি গ্রাম বন্যার কবলে পড়েছে। ২৮ মে থেকে বন্যা ও ঝড়ে মৃতের সংখ্যা ১৫ এ বেড়ে দাঁড়িয়েছে। কপিলি, বরাক ও কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Advertisement