scorecardresearch
 
Advertisement

Another train derails: করমণ্ডল দুর্ঘটনায় 72 ঘন্টা কাটল না, ফের লাইনচ্যুত ট্রেন

Another train derails: করমণ্ডল দুর্ঘটনায় 72 ঘন্টা কাটল না, ফের লাইনচ্যুত ট্রেন

বালাসোরের বাহানগা স্টেশনে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছে। সেই ভয়ঙ্কর স্মৃতির 72 ঘন্টাও হয়নি। এরই মধ্যে আবারও ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থলব সেই ওড়িশাই। সোমবারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবারও কী প্রাণহানি, হাহাকার, কান্না। সোমবার সকালেই ওড়িশার বারগড় জেলার সম্বরধারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মালগাড়িটি রেলের লাইম স্টোন নিয়ে ডুঙ্গুরি থেকে বারগড় যাচ্ছিল। আর হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। জানা গিয়েছে দুর্ঘটনায় মোট 5 টি বগি লাইনট্যুত হয়ে গিয়েছে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ট্রেনের চালক এবং গার্ড প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলেন জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছ রেল পুলিশের টিম। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল। আসলে এটি একটি প্রাইভেট ন্যারোগেজ লাইন। ডুঙ্গরি লাইমস্টোন মাইনস থেকে এসিসি সিমেন্ট প্লান্টের মধ্যে মালগাড়ি যাতায়াত করে থাকে। তবে পর পর এরকম দুর্ঘটনায় কার্যত উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এটাই যা স্বস্তির। 

Goods train carrying limestone derails in Odisha's Bargarh.

Advertisement