scorecardresearch
 
Advertisement

Gruha Lakshmi Scheme: রাজ্যে ঘরের লক্ষ্মীরা 2000 টাকা করে পাবেন 15 অগস্ট থেকে

Gruha Lakshmi Scheme: রাজ্যে ঘরের লক্ষ্মীরা 2000 টাকা করে পাবেন 15 অগস্ট থেকে

15 আগস্ট থেকে রাজ্যের প্রায় দেড় কোটি মহিলারা প্রতি মাসে 2,000 টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গের মত এবার কর্ণাটক সরকারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করছেন। বুধবার কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা বলেছেন কর্ণাটক সরকার 15 আগস্ট থেকে রাজ্যের প্রায় দেড় কোটি মহিলাদের প্রতি মাসে 2,000 টাকা করে দেওয়া শুরু করবে। 15 থেকে 20 আগস্টের মধ্যে টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অধীনে রাজ্যের অসংরক্ষিত মহিলারা 500 টাকা ও সংরক্ষিত শ্রেণির মহিলারা মাসে 1000 টাকা করে পান।

Gruha Lakshmi Scheme Karnataka

Advertisement