scorecardresearch
 
Advertisement

Kufri Uday Potato: বাতাসে ফলছে আলু, ফলনও বেশি; দেখলে তাক লেগে যাবে

Kufri Uday Potato: বাতাসে ফলছে আলু, ফলনও বেশি; দেখলে তাক লেগে যাবে

হরিয়ানার কর্নালের এক ইনস্টিটিউট সফলভাবে অ্যারোপনিক পদ্ধতি ব্যবহার করে বিশেষ জাতের আলু চাষ করেছে৷ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মতে, 'কুফরি উদয়' নামের এই নতুন জাতের আলুটি কৃষকদের জন্য যেন আশীর্বাদ। বিজ্ঞানীরা বলছেন, অন্য জাতের তুলনায় কম সময়ে বেশি ফলন হবে এই আলুর। ইনস্টিটিউটের কর্মকর্তারা বলেছেন যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং পঞ্জাব-সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা নতুন আলু জাতের বীজ কেনার জন্য তাদের কাছে আসছেন।

Advertisement